জুয়েল খাঁন,সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেট মহানগরের এয়ারপোর্ট থানা এলাকার বড়শালা থেকে ৪৮ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। তারা হলো- বড়শালা নয়াবাজার এলাকার ইউসুফ আলীর ছেলে মো. শামীম (৪৮) ও তার স্ত্রী শেফালী বেগম (৩২)।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে এসআই (নি.) মো. নজরুল ইসলাম এয়ারপোর্ট থানা পুলিশের এক দল পুলিশ সদস্য অভিযান চালিয়ে বসতঘর থেকে তাদের আটক করে। এসময় মাদক বিক্রির ২ হাজার ৪৬৩ টাকা জব্দ করা হয়।
আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মাইনুল জাকির।