শেষ ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় আরও ১১ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে ৩৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে মৃত্যুবরণ করাদের মধ্যে ৬ জন সিলেটের, ১ জন সুনামগঞ্জ, ১ জন হবিগঞ্জ এবং ৩ জন মৌলভীবাজারের বাসিন্দা।
মঙ্গলবার (২০ জুলাই) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নতুন শনাক্তদের মধ্যে ১৮০ জন সিলেটের, ৫৪ জন সুনামগঞ্জের, ৪০ জন হবিগঞ্জের এবং ২৬ জন মৌলভীবাজারের বাসিন্দা। এছাড়াও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
সব মিলে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮৬০ জন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮৯ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৭০ জন, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে ২৮ জন এবং মৌলভীবাজারের ৪৭ জন রয়েছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy