সিলেটে ঈদুল আজহার দ্বিতীয় দিনেও অনেকে ত্যাগের মহিমায় পছন্দের ক্রয় করা পশু কোরবানি দিয়েছেন। রবিবার সকালে এসব পশু কোরবানি দেয়া হয়।
এদের কেউ আবার ঈদের প্রথম দিন শনিবার কসাই না পেয়ে অথবা ঈদের দিনটিতে কোনো ধরনের ঝামেলা করতে চাননি বলেই সকালে তারা পশু কোরবানি দিয়েছেন।
ইসলামের বিধান অনুযায়ী, ঈদের দিন ছাড়াও জিলহজ মাসের ১১ তারিখ (ঈদের দ্বিতীয় দিন) এবং ১২ তারিখ (ঈদের তৃতীয় দিন) দিনেও পশু কোরবানি করা যায়। তাই রবিবার ঈদের দ্বিতীয় দিন সিলেট নগরীর বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে কোরবানির চিত্র।
উপ-শহর এলাকার বাসিন্দা কাজী ফাহিম জানান, ঈদের দিনটিতে কসাইরা একটু বেশি ব্যস্ত থাকেন। আবার অনেকে কসাই খুঁজেও পাননি। তাই ঝামেলা না বাড়িয়ে ঈদের দিনটিতে আমরা বিশ্রাম ও উৎসবে কাটিয়ে দ্বিতীয় দিন পশু কোরবানি করছি।
এদিকে, অনেকেই ঈদের আগে এবার গরু কিনতে পারেননি। কেউবা আবার ঈদের দিন সকালেও পশু ক্রয় করেছেন। আর তাই ঈদের দিন তারা কোরবানি না করে দ্বিতীয় দিন কোরবানি করছেন। এছাড়াও সিলেট নগরীর অনেকেই পারিবারিক রেওয়াজ অনুযায়ী ঈদের দিন পশু কোরবানি না দিয়ে দ্বিতীয় দিন বা তৃতীয় দিনে কোরবানি দিয়ে থাকেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy