ফারহানা বি হেনা,
একদিনে ৪৬৫ জন পুলিশ সদস্যকে পদায়ন করলেন সিলেট রেঞ্জের ডিআইজিসম্প্রতি কক্সবাজার জেলা হতে বিভিন্ন পদ মর্যাদার পাঁচ শতাদিক পুলিশ সদস্য কে জনস্বার্থে সিলেট রেঞ্জে বদলী করা হযয়েছে। সিলেট জেলা পুলিশের উদ্যোগে রবিবার (১১ অক্টোবর) বিকাল তিনটায় সিলেট পুলিশ লাইনস্থ শহীদ এসপি শামছুল হক মিলনায়তনে সিলেট রেঞ্জে যোগদানকৃত সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার জেদান আল মুসার সঞ্চালনায় বিশেষ ব্রিফিংয়ে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার নুরুল ইসলাম, শাহীনুল আলম খান প্রমুখ। বিশেষ ব্রিফিংয়ে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি জনাব জয়দেব কুমার ভদ্র । এছাড়া স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।
প্রধান অথিতির বক্তব্যে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম সম্প্রতি কক্সবাজার থেকে সিলেট রেঞ্জে যোগদানকৃত সকল পুলিশ সদস্যদের স্বাগত জানিয়ে তাদেরকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে সিলেট রেঞ্জের জনসাধারন কে সেবা প্রদান করতে নির্দেশ প্রদান করেন। অতীতের ভূল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে সবাইকে আরো অনুপ্রানিত হয়ে নতুন উদ্যোমে মানুষের সেবা করার আহ্বান জানান তিনি।
পরে সকলের উপস্থিতিতে ব্যতিক্রমি আয়োজনে সদ্য যোগদানকৃত কনস্টেবল হতে পুলিশ পরিদর্শক পর্যন্ত মোট ৪৬৫ জন পুলিশ সদস্যদেরকে লটারির মাধ্যমে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় বদলীর আদেশ প্রদান করেন ডিআইজি। সম্পূর্ন স্বচ্ছতার সাথে সম্পন্ন করা এ আয়োজনে কোন পুলিশ সদস্যকে যেন অফিসে ঘুরতে না হয় সেজন্য আগে থেকেই ব্রিফিং সমাবেশ স্থলে কম্পিউটার, ফটোকপিয়ার মেশিন সহ দায়িত্বপ্রাপ্তদের কে প্রস্তুত রাখা হয়।
জেলা ওয়ারী শূন্য পদের বিপরীতে লটারিতে আসা নাম সাথে সাথে অফিস আদেশ তৈরী করে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মাঝে পৌছে দেওয়া হয়। সম্পূর্ন ব্যতিক্রমি আয়োজনে তাৎক্ষনিক বদলীর আদেশ পেয়ে পুলিশ সদস্যগন উল্লাস প্রকাশ করেন পাশাপাশি ডিআইজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেবার মহান ব্রত নিয়ে জনবান্ধব পুলিশিংয়ে নিজেদেরকে আত্মনিয়োগ করবেন মর্মে সবাই প্রত্যয় ব্যক্ত করেন।
লটারির মাধ্যমে এক সাথে এত বিশাল অফিসার ফোর্সের পদায়নের বিষয়ে জানতে চাইলে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম জানান, মাননীয় আইজিপি স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ পুলিশ কে আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে বদলী, নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ ৪৬৫ জন পুলিশ সদস্যকে লটারির মাধ্যমে বদলী করে তাৎক্ষনিক অফিস আদেশ প্রদান করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy