সিলেট প্রতিনিধি: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে। তিনজনের মধ্যে একজন সুনামগঞ্জ সদরের বাসিন্দা এবং অপর দুজন সিলেটের ওসমানীনগর ও গোয়াইনঘাটের বাসিন্দা।
রোববার তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. চয়ন রায়।
ডা. চয়ন রায় জানান, রোববার সন্ধ্যার পর ওসমানীনগরের ৪০ বছর বয়সী একজন পুরুষ মারা গেছেন। তিনি এদিন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির পর তাকে আইসিউতে রাখা হয়েছিল। গোয়াইনঘাটের ৬৬ বছরের বৃদ্ধ মারা যান বিকেলে। তিনি গত ২১ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়া সুনামগঞ্জ সদরের ৫২ বছরের ব্যক্তি সকালে মারা যান। তিনি শনিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy