শনিবার রাতে এ তথ্য জানিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, ২৪ ঘণ্টায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। নতুন আক্রান্তদের মধ্যে ২৮ জন সিলেট সদরের, একজন করে বিয়ানীবাজার, বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার বাসিন্দা। এছাড়া একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডা. হিমাংশু লাল রায় আরো জানান, নতুন ৩২ জন নিয়ে সিলেট জেলায় করোনা রোগীর সংখ্যা তিন হাজার ৭৪ জন হলো। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫৯ জন। এছাড়া মারা গেছেন ৭৬ জন।