শনিবার এক বিবৃতিতে সিলেট মহানগর কৃষক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহানা বেগম হেনা বলেন, ৩৬০ আউলিয়ার শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর স্মৃতি বিজড়িত পূণ্যভূমি সিলেটের এই পবিত্র মাটিকে যারা অপবিত্র করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি স্বরূপ ফাঁসি দিতে হবে। অপরাধী যতই শক্তিশালী হোক, তারা যেন আইনের ফাঁক দিয়ে বের হতে না পারে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। নেতৃবৃন্দ এই নরপশুদের অতি দ্রুত গ্রেফতার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।