জুয়েল খাঁন,সিলেট জেলা প্রতিনিধি
সিলেটে হঠাৎ করে পেঁয়াজ ও তেলের বাজার উত্তপ্ত। গত দুদিন আগে যে পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে সোমবার (৪ অক্টোবর) সেই পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ১২০ টাকার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০টাকায়।
সোমবার (৪ অক্টোবর) বিকেলে নগরীর বন্দরবাজার ও কালিঘাট এলাকায় পাইকারি ও খুচরা দোকানে দেখা যায়, সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা ১২০ টাকা। অথচ বিক্রি হচ্ছে ১৪০ টাকা।
নগরীর বন্দরবাজার পেঁয়াজ কিনতে আসা শামীমা বেগমের সাথে আলাপকালে তিনি জানান, দুদিন আগে ভ্রাম্যমাণ ভ্যান থেকে পেঁয়াজ কিনেছি ৩২ টাকা কেজিতে। অথচ আজ ভ্রাম্যমাণ ভ্যানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে। একই পেঁয়াজ মুদি দোকানে ৫০ টাকা কেজিতে বিক্রি করছেন বিক্রেতারা।
সরেজমিনে সিলেটের বিভিন্ন মুদি দোকান ঘুরে দেখা গেছে, আকার ভেদে পেয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে। বাজারে তেল ও পেঁয়াজের দাম বৃদ্ধিতে অনেকেই সামাজিক যোগযোগমাধ্যমে পোস্ট করছেন। তেমনি আব্বাস হোসেন ইমরান নামে এক সংবাদকর্মী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন- আধা লিটার সয়াবিন তেলের দাম ৮০ টাকা!
বন্দরবাজারের ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, গত কয়েক দিনের তুলনায় আজ বাজারে পেঁয়াজ ও তেলের দাম একটু বেশি। দাম উঠানামা করছে। তবে কী কারণে দাম বাড়ছে তা তিনি জানেন না।
আরেক বিক্রেতা দুর্জয় সাহা বলেন, সম্ভবত পূজাকে সামনে রেখে বর্ডার দিয়ে পেঁয়াজ আসছে না, তাই দাম বৃদ্ধি পেয়েছে। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা ও প্যাকেটে ১৫ টাকা দাম বেড়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy