ফারহানা বি হেনা
সিলেটেরএমসি কলেজ ছাত্রাবাসে ন্যাক্কারজনক ধর্ষণের পর নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে সারাদেশে।এরপরও প্রায় প্রতিদিন সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে ধর্ষণের খবর।গত কয়েকদিনে সিলেটে বিভাগের বিভিন্ন জায়গায় ১৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এসব ঘটনার বিচারের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ও জেলার বিভিন্ন জায়গায় প্রতিদিনই নানা কর্মসূচি পালিত হচ্ছে। বৃহস্পতিবার দিনভর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা স্লোগানে-স্লোগানে প্রকম্পিত করে তুলে সিলেটের শহীদ মিনার প্রাঙ্গণ।
জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ কর্মীদের কাছে ভয়াবহ ধর্ষণের শিকার হন এক নববধূ। আসামিদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে ঘটনার পরদিন থেকেই সিলেটে শুরু হয় নানা কর্মসূচি। এরই মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীর উপর নারকীয় কায়দায় নির্যাতনের ঘটনা ভাইরাল হয়। এসব ঘটনায় সিলেটের মানুষ ফুঁসে উঠেছে। গত ১৩ দিন থেকে সিলেটে থেমে নেই কর্মসূচি।ধর্ষকদের বিচারের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারসহ জেলার বিভিন্ন স্থানে মানববন্ধন, মশাল মিছিল, চোখে কালো কাপড় বেঁধে ধর্ষকদের প্রতিকী ফাঁসি, বিক্ষোভসহ বিভিন্ন ধরণের কর্মসূচি পালিত হচ্ছে।