প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৬:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২১, ১১:২৬ পি.এম
সিলেটে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক তরণী আটক

জকিগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯এর অভিযানে রোকসানা আক্তার নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ওই নারীর কাছ থেকে ২৮ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃত রোকসানা সিলেটের জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামের আব্দুল হামিদ চোধুরীর স্ত্রী।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে র্যাব-৯ এর লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি এ,কে,এম কামরুজ্জামান ও এএসপি আব্দুল্লাহসহ সদর কোম্পানীর একটি আভিযানিক দল বৃহস্পতিবার সিলেট নগরীর শাহজালাল উপশহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২৮ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব।
গ্রেফতারের পর রোকসানাকে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy