সিলেটে করোনা আক্রান্ত হয়ে আরও ১০ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৪০ জনের। নতুন করে মৃত্যুবরণ করাদের মধ্যে ৬ জনই সিলেটের। আর ৩ জন মৌলভীবাজারের ও ১ জন সুনামগঞ্জের বাসিন্দা। একই সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছিলো ১২২৩ টি। সে হিসেবে শনাক্তের হার ৩৫ দশমিক ৯৮ শতাংশ।
রোববার (২৫ জুলাই) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ২৪৩ জন, সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৩ জন, সুনামগঞ্জের ৭৮ জন, হবিগঞ্জের ৬৩ জন এবং মৌলভীবাজারের ৩৩ জনের করোনা শনাক্ত হয়।
এদিকে নতুন মৃত্যুবরণ করা ১০ জন নিয়ে বিভাগের চার জেলায় মিলে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬১৭ জন। যার অধিকাংশই সিলেট জেলার ৪৯১ জন, সুনামগঞ্জের ৪৪ জন, হবিগঞ্জের ২৮ জন, এবং মৌলভীবাজারের মোট ৫৩ জনের প্রাণহানি হয়েছে।
অপরদিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের কার্যালয়ের দেওয়া তথ্যমতে নতুন শনাক্তদের নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৬ ৪৬ জন। যার অর্ধেকের বেশি সিলেট জেলার বাসিন্দা ১৯ হাজার ৯ শত ৫০ জন, সুনামগঞ্জের ৩ হাজার ৯ শত ৭৯ জন, হবিগঞ্জের ৪ হাজার ৮১ জন, মৌলভীবাজারের ৪ হাজার ৭ শত ১৪ জন এবং সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ২ হাজার ৯ শত ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৭৩ জন। আর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫১ জন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy