নিহত সিরাজ উদ্দিন ওই উপজেলার রুস্তমপুর ইউপির দমদমা গ্রামের ওয়াহিদ আলীর ছেলে।
নিহতের ভগ্নিপতি হারুন অর রশিদ জানান, বিকেলে বিছনাকান্দি সীমান্ত এলাকায় গরু চরাতে গিয়েছিলেন সিরাজ উদ্দিন। ওই তার একটি গরু ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। তিনি গরুটি আনতে সীমান্তের ওই পাড়ে গেলে এক খাসিয়া তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই নিহত হন সিরাজ।
গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে পুলিশ রওনা হয়েছে। দুর্গম এলাকা হওয়ায় সে পৌঁছাতে সময় লাগছে।
এর আগে ২০ জুন কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাবুল বিশ্বাস নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।