প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ৯:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২১, ২:২৬ এ.এম
সিলেটে ভুয়া সাংবাদিকদের,প্রেস, লেখা মোটরসাইকেলের দৌরাত্ম্য,অভিযানে পুলিশ

সিলেটে ভুয়া সাংবাদিকদের,প্রেস, লেখা মোটরসাইকেলের দৌরাত্ম্য,অভিযানে পুলিশ
জুয়েল খাঁন,জেলা প্রতিনিধি সিলেট
এবার সিলেটে সাংবাদিকতার নামে অপকর্ম ও ভুয়া সাংবাদিকদের ‘প্রেস’ লেখা মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযানে নামছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। বৃহস্পতিবার (২৯ জুলাই) থেকে পুলিশের এই অভিযান শুরু হবে।
মঙ্গলবার (২৭ জুলাই) রাতে সিলেট মহানগর পুলিশের (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) অতিরিক্ত উপ কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেন। অভিযান সফলে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
জানা গেছে, সম্প্রতি সিলেট নগরের রাস্তায় বেড়েছে প্রেস লেখা মোটরসাইকেলের দৌরাত্ম্য। আর বেশিরভাগ মোটরসাইকেলে ব্যবহৃত প্রেস লেখা গাড়ির আরোহীরা ভুয়া সাংবাদিক। মোটরসাইকেলের সামনে অথবা পেছনে প্রেস লেখা স্টিকার লাগিয়ে নানা অপকর্ম করছে তারা। পুলিশও এতদিন এসব স্টিকারযুক্ত মোটরসাইকেলের প্রতি উদাসীন ছিল।
সাংবাদিক পরিচয়দানকারী এসব ব্যক্তির অপতৎপরতা নিয়ে ব্যাপক সমালোচনার পর এবার কঠোর অবস্থান নিচ্ছে পুলিশ। এসব মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে এসএমপি। পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সিলেটে কর্মরত সাংবাদিকরা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy