এমন বাস্তবতায় স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান নিশ্চিত করতে মহানগর ও সিলেট জেলার সকল উপজেলায় ১৮টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় মাস্ক পরিধান না করার কারণে ১০৭ জনকে জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানায় ভ্রাম্যমাণ আদালত।
এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নগরীসহ বিভিন্ন উপজেলায় অভিযান চলছে উল্লেখ করে সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় জেলা প্রশাসন।