জুয়েল খাঁন,সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের তিনটি ভূইফোড় অনলাইন নিউজ পোর্টালের ৮জন কথিত সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের বিরুদ্ধে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক বাবরুর রহমান বাবর।
মামলায় আসামীরা হলেন, সিলেটের শাহপরাণ থানার উত্তর বালুচর এলাকার বাসিন্দা আওলাদ আলীর পুত্র মোহন আহমদ (৩৮), শাহপরাণ থানার খরাদিপাড়া এলাকার রফিকুল ইসলাম বাচ্চুর স্ত্রী সৈয়দা কবিরুন নেছা (৩৭), শাহপরাণ থানার মোকামেরগুল এলাকার শফিক মিয়ার পুত্র রাজন আহমদ আরিয়ান (২৫), সিলেট সমাচার ডট কমের প্রতিবেদক তুহিনুর রহমান শাহজাহান, দৈনিক বিজয়ের বাণী ডট কমের প্রতিবেদক এএইস রণি, দৈনিক ভাটিবাংলা ডট কমের সম্পাদক মন্ডলীর সভাপতি তোফায়েল আহমদ চেীধুরী, দৈনিক ভাটিবাংলা ডট কমের চেয়ারম্যান এনামুল হক (এনাম), সিলেটের এয়ারপোর্ট থানার আম্বরখানা গোল্ডেন টাওয়ারের বাসিন্দা ও দৈনিক ভাটিবাংলা ডট কমের সম্পাদক ও প্রকাশক এস এম ওয়াহিদুল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, সাংবাদিক বাবরুর রহমান বাবরের বিরুদ্ধে বিভিন্ন সময় আসামীরা তাদের অনলাইন নিউজ পোর্টালে ভিত্তিহীন অসত্য সংবাদ পোষ্ট করে তার মানহানী করেছে।
মামলার আইনজীবী এডভোকেট তাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে সিলেটের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি তদন্তের জন্য এসএমপি শাহপরাণ থানাকে নির্দেশ দিয়েছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy