বিশেষ প্রতিনিধি
সিলেট জেলা শাহ পরান থানা আওতা ভুক্ত দেব পুর মৌজার খাদিম নগর মৌজার সরকারী খাস খতিয়ানের জায়গা দখল করে নিচ্ছে ও দখল ইস্টাম মাধ্যমে ভুয়া দলিল এর মাধ্যমে
সমস্ত জায়গা গুলো একশ্রেণীর প্রতারক চক্রের সঙ্ঘবদ্ধ সংঘবদ্ধচক্র রহিয়াছে
মুলত এইগুলো খাস খতিয়ানের জায়গা রয়েছে এতে খাদিম টিগাডেনের
ম্যানেজার আতিকুর রহমান দেখে না দেখার ভান করে আছেন এদিকে মখলিছুর রহমান সুরমা গেইট এলাকার বাগান বাড়ির বাসিন্দা ও উনার অনুসারী হিসেবে পরিচিত আব্দুল কালাম আজাদ পাটোয়ারী ও আক্কাস আলী পিতা মৃত সুলতান মোল্লা গং ও উনার অনুসারী হিসেবে পরিচিত
সিরাজুল ইসলাম সিরাজ মিয়া গং দখল করে নিচ্ছে ও দখল বাণিজ্য র মাধ্যমে বেচা কিনা করতেসংঘবদ্ধচক্র টি তৎপর আঙ্গুল ফুলে কলাগাছ
মুলত এইগুলো খাস খতিয়ানের জায়গা রয়েছে এতে পাহাড় বন টিলা চা বাগান উজাড় করে দিতেছে তাই যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি
দৃষ্টি আকর্ষণ করছি ।
Leave a Reply