জুয়েল খাঁন,সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের মদিনা মার্কেটের হাওলদারপাড়া এলাকার দুটি পূজামণ্ডপে গত শুক্রবার ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ২ টা থেকে আজ রবিবার (১৮ অক্টোবর) সকাল ৬ টা পর্যন্ত নগরের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া, নতুন বাজারসহ আশপাশ এলাকা থেকে এজহারনামীয় ১২ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ৷
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়াস্থ ভাটিবাংলা পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত স্বেচ্ছাসেবক দলের কর্মীসহ সরকারি দায়িত্বে নিয়োজিত পুলিশের উপর হামলাকারীদের মধ্য থেকে এজাহারনামীয় ১২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।’
আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy