সিলেট বিভাগীয় শ্রেষ্ঠত্বের বিশেষ পুরস্কার পেল মৌলভীবাজার সদর মডেল থানা”
সোমবার(২৩ মার্চ) সকালে রেঞ্জ ডিআইজি অফিস, সিলেট এর সম্মেলন কক্ষে সিলেট রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় সিলেট রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম সভাপতি হিসেবে উপস্থিত থেকে রেঞ্জাধীন জেলা সমূহের বিগত মাসে পুলিশি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে উক্ত সভায় গত ১৯ শে ফেব্রুয়ারি ২০২১ হইতে ২৮শে ফেব্রুয়ারি ২০২১ খ্রিঃ পর্যন্ত সিলেট বিভাগের চারটি জেলায় সিলেট রেঞ্জ পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানের ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন। উক্ত সভায় সিলেট বিভাগের সকল উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সিলেট বিভাগের শ্রেষ্ঠত্বের বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার গ্রহন করেন মৌলভীবাজার সদর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ, জনাব মোঃ ইয়াছিনুল হক।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান এর সার্বিক তত্বাবধানে, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও পুলিশ পরিদর্শক (অপারেশন্স)সহ মৌলভীবাজার মডেল থানার সকল অফিসার ও ফোর্সের সমন্বিত প্রচেষ্টার ফলে বিশেষ অভিযানে ভালো ফলাফলের স্বীকৃতি স্বরুপ এই সিলেট বিভাগের শ্রেষ্ঠত্বের বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার অর্জিত হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy