প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৫:১০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২১, ১০:৫৮ পি.এম
সিলেট–৩ আসনের ভোট গ্রহণ ৪ সেপ্টেম্বর
জুয়েল খাঁন,সিলেট জেলা প্রতিনিধি
সিলেট–৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ সভা হয়। সভাশেষে সাংবাদিকদের ব্রিফিং করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। তিনি এ এই তথ্য নিশ্চিত করে জানান, কুমিল্লা-৭ উপ নির্বাচন আসন, স্থগিত ১৬৭ ইউপি, সব ইউপি, নারায়ণগঞ্জ সিটি, জেলা পরিষদ ও ৯ পৌরসভার নির্বাচন নিয়েও সভায় আলোচনা হয়েছে।
ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার জানান, ডিসেম্বরের মধ্যে নারারণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, ইউপি, জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় এ বিষয়ে আলোচনা হবে।
গত ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু এর একদিন আগে আদালতের আদেশে ভোট স্থগিত করা হয়।
ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, আদালতের বাধ্যবাধকতা মেনে সিলেট-৩ উপ নির্বাচন ৭ সেপ্টেম্বরের মধ্যে করতেই হবে। এ জন্যে ৪ সেপ্টেম্বরের উপ নির্বাচনের তারিখ পুননির্ধারণ করেছে ইসি।
তিনি জানান, নির্বাচনী প্রচার চালানো যাবে ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টার আগ পর্যন্ত।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy