প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২১, ৯:২০ পি.এম
সি এম পি তে তিন ডিসি পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গুরুত্বপূর্ণ তিন উপ-কমিশনার (ডিসি) পদে রদবদল করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এ আদেশ দেন।
সূত্র জানায়, সিএমপির উত্তর বিভাগের উপ-কমিশনার বিজয় বসাককে দক্ষিণ বিভাগে পদায়ন করে উত্তরের ডিসি করা হয়েছে ট্রাফিক (উত্তর)-এর ডিসি মোখলেসুর রহমানকে।
অন্যদিকে দক্ষিণ বিভাগের ডিসি এসএম মেহেদী হাসানকে আগে থেকে খালি থাকা বন্দর বিভাগের ডিসি করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy