আশিফুজ্জামান সারাফাত, চট্টগ্রাম
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত এলাকায় বঙ্গোপসাগরে গোসল করতে নেমে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন- আলী আহসান মারুফ ও মো. এনায়েত উল্লাহ। তারা দু’জনই আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী।
সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, আলী আহসান মারুফ আইআইইউসি’র দাওয়া বিভাগের তৃতীয় সেমিস্টারের এবং মো. এনায়েত উল্লাহ কোরআনিক সায়েন্স বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। মারুফের বাড়ি কুমিল্লা এবং মো. এনায়েত উল্লাহর বাড়ি কিশোরগঞ্জে। দু’জনই উপজেলার ছোটকুমিরা গোল আহম্মদের পশ্চিমে এস এ চৌধুরী ইনস্টিটিউটের ছাত্রাবাসে থাকতেন।
স্থানীয়রা জানান, সোমবার বিকালে কয়েকজন শিক্ষার্থী সমুদ্র সৈকতে বেড়াতে যান।
তাদের মধ্যে দু’জন সাগরে নেমে সেখানে থাকা একটি লোহার সাঁকোর পাটাতন ধরে সাঁতরে সাগরের দিকে যেতে থাকেন। তারা কখনও পাটাতন ধরে আবার কখনও ছেড়ে দিয়ে সাঁতার কাটছিলেন। একপর্যায়ে দু’জনই ভাটার টানে সাগরের দিকে চলে যান।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ফিরোজ ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যায় দুই ছাত্র নিখোঁজের খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। তারা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফিরে আসে। পরদিন ডুবুরি দলের তল্লাশি চালানোর কথা ছিল। কিন্তু তার আগে রাতে দু’জনের মরদেহ ভেসে আসে। স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছেহস্তান্তর করেছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy