সৌমেন সরকার
চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪৫ জন।শনিবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট বিকেল ৫টা ৪০ মিনিটিএ আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহতরা হলেন- শামসুল আলম, ফরিদুল ইসলাম ও শামসুল আলম। বাকিদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।এদিকে আহতদের মধ্যে নয় জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
তারা হলেন- ১. মো. নূর হোসেন (৩০), ২. মো. আরাফাত (২২). ৩. মোতালেব (৫২), ৪. ফেনসি (৩০), ৫. মো. জসিম উদ্দিন (৪৫), ৬. নারায়ণ (৬০), ৭. মো. ফোরকান দাদা বয়স (৩৫), ৮. শাহরিয়ার (২৬) ৯. মো. জাহিদ হাসান (২৬)।আহতদের মধ্যে এখন পর্যন্ত ১৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিস্ফোরণের পর প্ল্যান্টে আগুন ধরে যায়। ক্রমে তা ভয়াবহ আকার ধারণ করে।
বিস্ফোরণে বহু মানুষ হতাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা সুলতান মাহমুদ।
সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদৎ হোসেন বলেন, এখন পর্যন্ত আমরা ৬ জন নিহতের খবর পেয়েছি। এদের মধ্যে দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আছে। বাকিদের মরদেহ হাসপাতালে পাঠানো হচ্ছে।
এই অক্সিজেন প্ল্যান্ট থেকে পৌনে এক কিলোমিটার দূরে বিএম কন্টেইনার ডিপোতে গত বছরের ৪ জুন রাতে বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়েছিলেন।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, কীভাবে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।’