প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ১১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২১, ১২:৩৩ এ.এম
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

সীতাকুণ্ড প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে যমুনা নামের একটি শিপব্রেকিং ইয়ার্ডে গ্যাস বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন।
রবিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার শীতলপুর এলাকায় এই ঘটনা ঘটে। পরে দগ্ধ ৩ শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
তারা হলো- সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি বড়ইতল গ্রামের যোতুলের ছেলে পাইলট (২২), আবুল হোসেনের ছেলে সামাদ (৪০) ও দুদু মণ্ডলের ছেলে জিহাদ (১৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ।
স্থানীয়রা জানান, রবিবার দুপুরে শীতলপুর সাগর উপকূলে অবস্থিত যমুনা শিপব্রেকিং ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজে কাটিং করার সময় হঠাৎ গ্যাস থেকে বিষ্ফোরণ ঘটে।
এতে ঘটনাস্থলে থাকা ৩ শ্রমিক দগ্ধ হয়। ঘটনার পর ইয়ার্ড কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে চমেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy