প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৫, ১:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২১, ৬:২৬ পি.এম
সীমান্তবর্তী জেলা হিসেবে কুষ্টিয়া সর্বোচ্চ করোনা ঝুঁকিতে

রবিউল ইসলাম হৃদয় কুষ্টিয়া প্রতিনিধি
মহামারি করােনার প্রকোপে ভারতের অবস্থা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে । করোনা সংক্রমনের দ্বিতীয় পর্যায়ে দেশটির অবস্থান পুরোপুরি বিপর্যস্ত । দিন দিন সংকট আরও গভীরতর হচ্ছে দেশটিতে।প্রতিনিয়ত বাড়ছে দৈনিক সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা। আর প্রায় প্রতিদিনই আক্রান্তের বিশ্বরেকর্ড ভাঙছে দেশটি।এদিকে করােনার সংক্রমন ও প্রানহানী ঘটনা ঘটেছে কুষ্টিয়া সীমান্ত বর্ডার ঘেষা ভারতীয় এলাকায়।সীমান্ত নিকটবর্তী হওয়ার কারণে করোনা ঝুঁকিতে রয়েছে কুষ্টিয়াসহ সীমান্তবর্তী জেলা গুলো । ইতিমধ্যে সীমান্তবর্তী জেলাগুলোতে করোনাই আক্রান্ত ও মৃত্যুর হার প্রথমবারের থেকে তুলনামূলকভাবে অনেক বেশি । তাই সীমান্তবর্তী জেলা গুলোর জনসাধারণের মধ্যে দ্রুত সচেতনতা বাড়ানো এবং জোরালো নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে চরম বিপর্যয় আশঙ্কা করছে কুষ্টিয়ার সচেতন মহল ।সচেতন মহলের অনেকেই জানান, কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী এলাকার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল দৌলতপুর । যার ফলে দৌলতপুরের সংক্রমণের ঝুঁকি অনেক বেশি । বিশেষ করে ভারতে তিন রকম ভেরিয়েন্ট এর করোনা সংক্রমণ দেখা দেওয়ার ফলে সীমান্তবর্তী দৌলতপুরের ঝুঁকির মাত্রা অনেক গুন বেড়ে গেছে । আর যদি কোন প্রকার দৌলতপুর উপজেলার জনসাধারণ আক্রান্ত হতে থাকেন তাহলে সেখান থেকে পুরো কুষ্টিয়া জেলাতে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে ।ইতিমধ্যে লকডাউনের দ্বিতীয় দফা প্রায় শেষ । এরইমধ্যে খুলে দেওয়া হয়েছে শপিং মল ও বিপণি বিতান গুলো । জনগণের স্বাস্থ্য সচেতন মেনে চলার কথা থাকলেও তা বাস্তবে প্রতিফলিত হয় নাই । অনেকেই মনে করেন এখন থেকে সচেতন হতে হবে । তা না হলে করোনার হিংস্রতা থেকে কুষ্টিয়া জেলাকে রক্ষা করা যাবে না ।এ বিষয়ে এক চিকিৎসক জানান, ভারতে একজন থেকে নয়জন করােনায় আক্রান্ত হচেছ। আমার তথা কুষ্টিয়াবাসিকে অবশ্যই সচেতন এবং করােনাকালীন সকল নিয়ম নীতি মেনে চলতে হবে। তা না হলে ভারতের পাশের এলাকা হিসেবে কুষ্টিয়াতে করােনার থাবার আশংকা রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy