মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা :
পাইকগাছা-কয়রার সীমান্তবর্তী দক্ষিণ বাইনবাড়িয়ার কাঁঠালতলা ঋষিবাড়ী ব্রীজ এ্যাপ্রোস সড়ক মেরামতের কাজ শুরু করেছেন গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু। তিনি ব্যক্তিগত তহবিল ও কর্মসৃজন প্রকল্পের জনবল দিয়ে ব্রীজের দু’পাশের সড়ক মেরামত করছেন। উল্লেখ্য, অত্র ব্রীজটি পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের এবং কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের সীমান্তে ঘোষখালী নদীর উপর অবস্থিত।
ব্রীজের দু’পাশের এ্যাপ্রোস সড়ক দীর্ঘদিন সংস্কার না করার ফলে সড়কের মাটি নদীতে চলেগিয়ে সড়কটি নীচু, ঢালু এবং সরু হয়ে গেছে। ফলে একদিকে যেমন বড় ধরণের কোন যানবাহন চলাচল করতে পারেনা তেমনি ছোট ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। পাশাপাশি বাইনবাড়িয়া-কুমখালী এলাকার উৎপাদিত কৃষি ফসল উন্নত পরিবহন ব্যবস্থার অভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয় অত্র এলাকার কৃষকরা।
এদিকে দীর্ঘ প্রতিক্ষারপর দুই উপজেলার সীমান্তবর্তী কাঁঠালতলা ঋষিবাড়ী ব্রীজের দুই পাশের এ্যাপ্রোস সড়ক মেরামত কাজ শুরু করায় স্থানীয় গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।
শিক্ষার্থী সুব্রত দাশ জানান, মেরামত করার পর সড়ক দিয়ে স্কুলে যেতে অনেক সুবিধা হবে। কুমখালী গ্রামের গৃহবধু প্রমিলা বর্মণ জানান, আমাদের এখন যাতায়াত অনেক সহজ হবে। বাইনবাড়িয়া গ্রামের সন্ধ্যা দাশ জানান, অনেক যানবাহন ব্রীজের দুই পাশে যাতায়াত করতে পারবে।
দক্ষিণ বাইনবাড়িয়া গ্রামের খগেন্দ্রনাথ দাশ জানান, মেরামত কাজ শেষ হলে এলাকার উৎপাদিত কৃষি পণ্য খুব সহজেই সরবরাহ করা যাবে।
প্রকল্প সরদার পুষ্পেন সরদার জানান, সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকার কৃষকরা অনেক লাভবান হবে। চান্নিরচক গ্রামের বিধান চন্দ্র বৈদ্য জানান, মেরামতের ফলে দুই উপজেলার সংযোগ যোগাযোগ ব্যবস্থা আরো অনেক উন্নত হবে। গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু জানান, ব্রীজের এ্যাপ্রোস সড়ক দীর্ঘদিন সংস্কার না করায় জীবনের ঝুঁকি নিয়ে এলাকার মানুষ চলাচল করছিল।
এলাকার উৎপাদিত কৃষি পণ্যের সরবরাহ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতেই ব্যক্তিগত তহবিল ও কর্মসৃজন প্রকল্পের জনবল দিয়ে সড়কের দুই পাশে গাইডওয়াল ও মাটি ভরাট করা হচ্ছে। মেরামত কাজ শেষ হলে আশা করছি এলাকার মানুষ সহজেই সড়কদিয়ে যাতায়াত করতে পারবে, পাশাপাশি দুই উপজেলার মধ্যে চমৎকার একটি সেতুবন্ধন তৈরী হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy