প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১১:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২১, ৪:৫৪ এ.এম
সুনামগঞ্জে ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
জুয়েল খাঁন,সিলেট জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত হারিছ মিয়া (৩০) উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রজনী লাইন গ্রামের সোহরাব মিয়ার ছেলে।শুক্রবার (২৯ অক্টোবর) রাত আটটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সেলিম মিয়ার (২৭) স্ত্রী তানজিমা বেগম, বড় ভাই হারিছ মিয়ার টিউবওয়েলে গোসল করতে যান। এসময় বড় ভাই হারিছ মিয়া ছোট ভাইয়ের স্ত্রীকে তার বাড়িতে এসে গোসল করতে নিষেধ করেন।পরে নিষেধের ঘটনাটি ছোট ভাইকে জানালে সে ক্ষিপ্ত হয়ে বাড়ির উঠোনে থাকা কোদাল দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করলে হারিছ মিয়া মাঠিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। দুদিন চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম জানান, ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে, এমন একটি ঘটনা স্থানীয় লোকজন আমাকে জানিয়েছেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার জানান, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy