জুয়েল খাঁন,সিলেট জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা গ্রামে বসতঘরে ঢুকে মুখ বেঁধে এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষক ইমন মিয়াকে (২৫) আটক করেছেন পুলিশ।
ওই গ্রামের ইউপি সদস্য তেরাই মিয়া জানান, ওই কিশোরীর ভাই তাকে জানিয়েছে, সোমবার রাতে গোসল করছিল নির্যাতনের শিকার কিশোরী। গরমের কারণে পরিবারের লোকজন বাড়ির বাইরে পায়চারি করছিলেন। এ সুযোগে বসতঘরে ডুকে ইমনসহ কয়েকজন ওই কিশোরীকে মুখ বেঁধে ধর্ষণ করে।
কিশোরীর গোঙানি শুনে পরিবারের লোকজন এগিয়ে গেলে ইমনসহ তার সঙ্গীরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ঘটনাটি শান্তিগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। ওই কিশোরীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শান্তিগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, কিশোরীর পরিবার আমাদের থানায় বিষয়টি জানিয়েছে। আমরা পুলিশ পাঠিয়েছি। পুলিশ অভিযুক্তকে আটক করেছে। তাকে জিজ্ঞাসবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy