সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে বাংলাদেশ সার্চ মানবাধিকার সোসাইটি ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংগঠনের পৌর বিপনী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সার্চ মানবাধিকার সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি সুদীপ্ত চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক একে মিলন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ জয়নাল আবেদীন।
এ সময় বিশেস অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি ও মানবাধিকার কর্মী মেহেদী হাসান চৌধুরী রাসেল, জাতীয় যুব সংগঠক তাজুল ইসলাম তারেক, সহ সভাপতি চিনু মোহন দাস, সহ সভাপতি বিপলু রজ্ঞন দাস, সহ সাধারণ সম্পাদক এমরান হোসেন, সহ সাধারণ সম্পাদক আলী হোসেন, সহ সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান রাজ, সহ দপ্তর সম্পাদক মিজানুর রহমান রুমান, জয়দর আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল জয়নাল আবেদীন বলেন মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।যেখানেই মানবাধিকার লংঘন হবে সেখানেই সবাইকে নির্বিশেষে সহয়তার হাত বাড়িয়ে দিতে হবে,এতে করে মানুষের মানবাধিকার সুরক্ষিত হবে, সার্চ মানবাধিকার সোসাইটি সংগঠনের ১২তম প্রতিষ্ঠা বাষির্কীতে সংগঠনের কার্যক্রম এ জেলা মানবাধিকার প্রতিষ্ঠায় সবাই মিলে কাজ করেবন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।