জুয়েল খাঁন,সিলেট জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে সোহাগ মিয়া (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ সেপ্টেম্বর) ভুক্তভোগী তরুণীর মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তকে আদালতের মধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোহাগ মিয়া উপজেলার ডুংরিয়া (নোয়াগাঁও) গ্রামের নুর উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, চার বছর ধরে সোহাগ মিয়ার সঙ্গে ওই তরুণীর (২২) প্রেমের সম্পর্ক চলে আসছিলো। বিয়ের প্রলোভন দিয়ে সোহাগ মিয়া দীর্ঘদিন ধরে তার সঙ্গে দৈহিক মেলামেশা করতে থাকেন। গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ১১টার দিকে ওই তরুণীর বসতঘরে সোহাগ মিয়া তাকে ফের ধর্ষণ করেন। সম্প্রতি তরুণী তাকে বিয়ে করার জন্য চাপ দেন। এতে অভিযুক্ত সোহাগ মিয়া প্রেমের সম্পর্ক অস্বীকার করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, অভিযুক্ত সোহাগ মিয়াকে গ্রেপ্তারেরর পর কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।