প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৪, ৫:০১ পি.এম
সুন্দরগঞ্জে মাসকলাই চাষে বীজ-সার বিতরণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মাসকলাই চাষে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভানুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির। বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান, সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সাদেক হোসেন, প্রেস ক্লাব'র সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক শাহজাহান মিঞা, বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার ও কৃষকগণ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 'কৃষিই সমৃদ্ধি' -এ লক্ষ্যে চলতি অর্থ বছরে খরিপ-২ মৌসূমে মাসকলাই ফসলে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ৩'শ ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির তাঁর স্বাগত বক্তব্যে সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।
এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy