তানোর প্রতিনিধি
রাজশাহী তানোর তৃতীয় ধাপঃ ৩০ জানুয়ারি মুন্ডুমালা পৌরসভা ও চতুর্থ ধাপঃ ১৪ ফেব্রুয়ারি তানোর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন ঘিরে প্রশাসনের চাদরে ঢাকা ছিল মুন্ডুমালা পৌরসভা ও তানোর পৌরসভা সুষ্ঠু নিরপেক্ষ ভোট উপহার দিয়ে প্রশংসিত হয়েছেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো ও তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)রাকিবুল হাসান।
নির্বাচন ঘিরে অনেক জল্পনা কল্পনা ছিলো শুরুতে কিন্তু মুন্ডুমালা পৌরসভার নির্বাচনে সাধারণ ভোটার তথা জনগনের ভোটে মেয়র হয়েছেন সাইদুর।
নির্বাচনের শুরু থেকেই প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ছিল অতুলনীয় নিরপেক্ষতার পার্সেন্ট দিতে গেলে ১০০% দিতে হবে বলে মন্তব্য করেন স্থানীয় সুশীল সমাজ ও রাজনীতিবিদরা।
তানোর পৌরসভা ও মুন্ডুমালা পৌরসভার নির্বাচনী প্রচারনার শুরু থেকে শেষ পর্যন্ত তথা ভোটকেন্দ্রে লক্ষ্য করে দেখা গেছে আ"লীগ,বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কোন অভিযোগ ছিল না। সকল প্রার্থী সমান অধিকার নিয়ে প্রচার প্রচারণা, উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন মেয়র ও কাউন্সিল প্রার্থীরা।
তানোর পৌরসভা ও মুন্ডুমালা পৌরসভার নির্বাচনের দায়িত্বে থাকা রিটানিং অফিসার সুশান্ত কুমার মাহাতোর নির্দেশনায় তানোর থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসানের নেতৃত্বে মুন্ডুমালা পৌর ও তানোর পৌরসভার নির্বাচনের মাঠ প্রশাসনের চাদরে ঢেকে রেখে ছিলে পুলিশ, বিজিপি,Rab ও আনসার বাহিনী দিয়ে।
তানোর ও মুন্ডুমালা পৌরসভার স্থানীয় সাধারণ ভোটাররা বলেন : এবারের নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে এবং ভোটারদের মাঝে কোন দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয় নাই এক কথায় সব মিলে সুন্দর দুটি নির্বাচন উপহার দিয়েছেন প্রশাসন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy