সেচ্ছাসেবক লীগের সভাপতি ৫ শত পিস ইয়াবা ও এক তরুণী দুই গাঁজাসহ আটক
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
Facebook Twitter share
জয়পুরহাট জেলা উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুরু (৩৮) কে ৫ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (১৪ জুন) বিকেলে জয়পুরহাট শহরের বাটার মোড় এলাকায় তার দোকানের সমানে থেকে তাকে আটক করা হয়েছে।
Surjodoy.com
আটককৃত,স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুরু জয়পুরহাট পৌর শহরের আড়াম নগর এলাকার কিনু মন্ডলের ছেলে এবং জয়পুরহাট সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সভাপতি।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক শাহাদত হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাটার মোড় এলাকায় বিকেল ৫ টার দিকে তার দোকানের সামনে তার প্যান্টের ডান পকেটে রাখা ৫ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
The Daily surjodoy
তার বিরুদ্ধে চলমান মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে।
বিষয়টি নিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পুরানাপৈল ইউনিয়ন চেয়ারম্যান খোরশেদ আলম সৈকতের সাথে কথা বললে তিনি জানান,নুরুকে আরও এক বছর আগে দলীয় সাংগঠনিক শৃংখলা ভঙ্গের দায়ে সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সে বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের কোন পদেও নেই বলে জেলার এই নেতা জানান।
The Daily surjodoy
অপরদিকে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম'র কঠোর নির্দেশে জেলা জুড়ে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে সোমবার বিকেলে আগ মুহূর্তে জয়পুরহাট বালিয়াতৈর পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই কেজি শুকনা গাঁজাসহ রুবী বেগম (২৫) নামে এক তরুণী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত,রুবী বেগম জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম কড়িয়া (সাতবাড়ীয়া) গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে।
The Daily surjodoy
জয়পুরহাট সদর থানার (ওসি) একে.এম আলমগীর জাহান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,পুলিশ সুপারের নির্দেশে প্রতিদিনের ন্যায় মাদক বিরোধী অভিযান চালিয়ে জয়পুরহাট বালিয়াতৈর পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে চেকপোস্টে একটি যাত্রীবাহী অটো ভ্যান তল্লাশি করে ওই আটক তরুণীর কাছ থেকে শুকনা দুই কেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করে থানায় নেয়া হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
The Daily surjodoy
জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ-পিপিএম'র কঠোর নির্দেশে জেলা পুলিশের ব্যাপক তৎপরতা ও জেলা জুড়ে প্রতিনিয়তই মাদক বিরোধী অভিযানে মাদক উদ্ধার,ব্যবসায়ীদের আটকসহ সকল প্রকার অপরাধ দমন কার্যক্রম দিনরাত অব্যাহত রাখায় পুলিশের প্রতি জনগণের আস্থা বেড়ে গেছে। কয়েক আগে মাসে যোগদানকৃত পুলিশ সুপার মাছুম আহাম্মদ-ভূঞা-পিপিএম বর্তমানে জেলা জুড়ে প্রসংশায় ভাসছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy