অনলাইন ডেস্ক: ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ও সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে দু’দিনের সফরে আগামী সোমবার (৪ অক্টোবর) মিয়ানমার যাচ্ছেন।
শনিবার (৩ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ ও ৫ অক্টোবর দু’দিনের সফরে মিয়ানমার যাচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ও সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। মিয়ানমার সফরকালে তারা স্টেট কাউন্সিলর অং সান সু চি ও সেদেশের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মিন অং হুলাংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সূত্র জানায়, ভারত-মিয়ানমার সম্পর্ক অনেক দিনের। ভারত 'পূর্বমুখী নীতি ' ও ‘প্রতিবেশীই প্রথম’ নীতিতে এগিয়ে চলেছে। দু’দেশ একে অপরকে সহযোগিতা করে আসছে। এর আগে গত ১৮ থেকে ১৯ আগস্ট বাংলাদেশ সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy