প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২১, ১:৪৪ এ.এম
সেহেরির সময় দল বেঁধে ছিনতাই, পুলিশের হাতে ধরা ৬
ইমরান শেখ
চট্টগ্রামের চকবাজার থানার মনু মিয়াজী লেইনে এলাকায় নির্জন স্থানে ওত পেতে ছিলো প্রায় ১২ জনের একটি দল। সেহেরির শেষে কোমরের প্যাঁচে চাপাতি আর ধারালো ছোরা নিয়ে ওই এলাকার জবেদা কলোনীর নির্জন খালপাড়ে জড়ো হয়েছিলেন তারা।
তবে পুলিশের একটি টহল দল সেখানে পৌঁছাতেই দল ছুট হয়ে পালানোর চেষ্টা করে। ঘটনার আঁচ করতে পেরে পুলিশও ধাওয়া করে আটক করে ৪ জনকে। জিজ্ঞাসাবাদে জানা যায়, সেহেরি শেষে ভোরে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তারা।
শনিবার (৮ মে) ভোর ৫ টায় মনু মিয়াজী লেইন থেকে ৪ জনকে আটকের পর এমনটাই জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ওই এলাকায় রমজান মাসে চুরি-ছিনতাই রোধে টহলে ছিল পুলিশের একটি দল। টহল দলটি খাল পাড় এলাকায় পৌঁছালে ভৌ-দৌড় দেয় ছিনতাইকারীরা।
পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন দেওয়ান বাজার এলাকার ইকবাল হোসেনের ছেলে ইয়াহিয়া তালুকদার ইমন (১৮), আব্দুল হান্নানের ছেলে হামিদ আহম্মেদ ফাহিম (১৯), মৃত সৈয়দ গোলাম মোহাম্মদের ছেলে শহিদুল ইমাম শাওন (১৮) এবং শান্তি নগর বগার বিল এলাকার আব্দুল সামাদের ছেলে মো. তুহিন। ধাওয়া করে ৪ জনকে আটক করা গেলেও তাদের সহযোগী হাসান (১৮), লম্বা ইমন (১৯) ও ছোট ইমনসহ (১৮) বাকিরা পালিয়ে যায়।
চকবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীর জানান, ইয়াহিয়া তালুকদার ইমন ও মো শাওনের বিরুদ্ধে নগরের কোতোয়ালী ও চকবাজার থানায় আগেও মামলা ছিল। এবার পুলিশের হাতে ধরা পড়ার পর আরও একটি মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘পরবর্তীতে অভিযানের ধারাবাহিকতায় গ্রেপ্তার করা করা হয় ছিনতাইকারী পারভেজ (২৮) ও মো. শাহীনকে (২৫)। এদের মধ্যে পারভেজ মিয়া বাপের বাড়ি এলাকার গাজী আকবরের ছেলে ও শাহীন চেয়ারম্যান ঘাটা এলাকার মো. আলমের ছেলে।’ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy