মমিন আজাদ, নীলফামারী ।। নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার, এই স্লোগানকে সামনে রেখে আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ। এ উপলক্ষে আজ দুপুরে সৈয়দপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হক। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেল রানা সভাপতিত্বে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ এ্যাডভোকেসি সভায় বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, উপজেলা পরিষদ চেয়ার্যায়ন ও উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি মোখছেদুল মোমিন । ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন সচিব সহ উপজেলার সকল পর্যায়ের দপ্তর প্রদান কর্মকর্তা ও উপজেলা পরিবার পরিকল্পনার মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হক জানান, আগামী ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর সারাদেশে একযোগে এই সপ্তাহ চলবে।
জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পরিবার কল্যাণ বিষয়ক নানা কর্মকান্ড উপস্থাপন ছাড়াও বিশেষ সেবা প্রদান করা হবে এই সময়ে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল রায়হান বলেন, আঠারোর আগে বিয়ে নয়, বিয়ের আগে সন্তান নয়। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পরামর্শ প্রদানের মাধ্যমে অনাকাঙ্খিত গর্ভধারণ ও মাতৃমৃত্যু রোধ করতে হবে। উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় সেবা সপ্তাহ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে মাঠকর্মীদের।
ডাঃ সোহেল রানা বলেন, আসছে ২৫ থেকে ৩০ নভেম্বর সাপ্তাহব্যাপী সৈয়দপুর উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্যসেবা, বয়সন্ধিকালীন সেবা, প্রসব পরবর্তী সেবাসহ স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতির বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এছাড়া পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারীরা মাঠ পর্যায়ে উঠান বৈঠক ও স্যাটেলাইট ক্লিনিক সেবা প্রদান করা হবে ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy