সৈয়দপুরে মেয়ের প্রেম করে বিয়ে পিতার মিথ্যা অপহরণ মামলার বলি ছেলের মামা
রংপুর ব্যুরো:
সৈয়দপুরের গোলাঘাট কলোনির মৃত শামীম আহমেদ'র কলেজ পড়ুয়া ছেলে সিজানের সাথে একই এলাকার ভোলু'র মেয়ে সিমরান সাবার সাথে প্রেমের সম্পর্ক। সিজান ও সিমরান পরিবারকে না জানিয়ে গত বছরের জুলাই মাসের ৫ তারিখে গোপনে কোর্ট এফিডেভিটের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের এ গোপনে বিয়ে করার বিষয়টি মেয়ের পরিবার জানতে পারলে সিজানের বিধবা মা বোনকে মিথ্যা অপহরণ মামলার হুমকি দেয়। এদিকে মেয়ে সিমরানকে অনত্র বিয়ে দেয়ার চাপ দিতে থাকে এক পর্যায়ে অন্য ছেলের সাথে বিয়ের আলাপ আলোচনা চুড়ান্ত করে সিমরানের পরিবারের লোকজন। এক পর্যায়ে গত ২৭ ডিসেম্বর-২০২২ তারিখ সন্ধ্যার দিকে ভালবাসার মানুষ সিজানকে নিয়ে প্রেমের টানে পিতার ঘর ছেড়ে সিমরান প্রেমিক স্বামী সিজানকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় । তাদের পালিয়ে যাওয়াটাই কাল হয়ে দাঁড়ায় ছেলে সিজানের অনার্স পড়ুয়া বোন, বিধবা অসুস্থ মা ও অসহায় সহজ সরল মামা জুয়েলের। শুরু হয় মেয়ের প্রভাবশালী বাবা ভলু ও ভুয়া পুলিশ পরিচয় দানকারী ভগ্নিপতি শামীমের অমানসিক নির্যাতন অসহায় ছেলের পরিবারের উপর।
সিমরান পালিয়ে যাওয়ার ২১ দিন পর তার বাবা ভলু মিয়া কলেজ ছাত্র সিজানসহ মামা জুয়েল ও বোন লাকিকে আসামি করে একটি মিথ্যা অপহরণ মামলা দায়ের করেন সৈয়দপুর থানায়, যাহার মামলা নং-১৮ তারিখ ১৮/০১/২০২৩ জি আর নং-১৮।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর সাথে কথা বললে, তারা জানান, শামীম হোসেন ভলু অপহরণের নাটক সাজিয়ে একটা মিথ্যা অপহরণ মামলা করেছেন। ছেলে সিজান, মামা জুয়েল, বোন শারমিন সুলতানা লাকীসহ অজ্ঞাত ২/৩ জনের নামে । সিজান ভালো মেধাবী ছাত্র অপর দিকে তার মামা জুয়েলও বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে অধ্যয়নরত। এলাকায় তার মতো ভদ্র খুব কম পাওয়া যাবে বর্তমান সময়ে। প্রাইভেট পড়িয়ে নিজের অসুস্থ মায়ের সেবা করে। প্রকৃতপক্ষে সিজান ও সিমরান তারা দুজন দুজনকে খুব ভালবাসে। আর এ ভালবাসার টানেই তারা ঘর ছেড়ে পালিয়েছে।
সিজানের বাবা মারা যাওয়ার পর থেকেই তার ছোট মামা জুয়েল ঐ বাড়িতে থেকে লেখাপড়া করে। ভলু মিয়ার এ মিথ্যা মামলার রোষানলে পড়তে হয়েছে তাদের।
গত মঙ্গলবার ৩১/১/২০২৩ তারিখে সিজানের মামা জুয়েলকে উক্ত মিথ্যা মামলায় গ্ৰেফতার করেন এসআই আবু তারেক দিপু তার নিজ বাড়ি থেকে। এ সময় এসআই দিপু জুয়েলকে অর্ধনগ্ন অবস্থায় তার অসুস্থ মায়ের সামনে থেকে বাড়ী থেকে ধরে নিয়ে আসে থানায়। এই শীতের সময়ে তার সঙ্গে অমানবিক আচরণ করেছেন এসআই দিপু।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সিমরান এবং সিজানদের বাড়ী পাশাপাশি হওয়ায় দীর্ঘদিন ধরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে এরই ধারাবাহিকতায় দুই পরিবার তাদের প্রেমের সম্পর্ক মেনে নেয়নি, তাই তারা গত ২৭/১২/২০২২ তারিখে সন্ধ্যায় একে অপরের হাত ধরে ঘর ছাড়ে সুখের সংসারের উদ্দেশ্যে । একটি সূত্র অভিভাবক মহলকে জানায় তারা এফিডিডেভিটমূলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। বিবাহের বিষয়টি সিমরানের পরিবার জানার পর তারা বিষয়টি সহজভাবে মেনে নেয়নি, তাই ক্ষীপ্ত হয়ে প্রকৃত ঘটনার ২১ দিন পর সত্য ঘটনাকে আড়াল করে মিথ্যা বানোয়ট তথ্য দিয়ে নীলফামারী সৈয়দপুর থানায় উল্লেখিত অপহরণ মামলাটি করেন। অভিযোগকারীর প্রতিবেশিরা বলেন, এই মামলার বর্ণনায় তার দুই বোন দাঁড়িয়ে থাকা অবস্থায় এজাহারে উল্লেখিত বিবাদিগণ কিভাবে নিয়ে গেল তা এলাকাবাসীর কাছে অজানা। তারা আরো বলেন মামলার এজাহারে উল্লেখ আছে, সন্ধ্যায় সিমরান তার বোনসহ বাড়ীর সামনে কাঁচারাস্তায় হাটাহাটি করছিল, সবার কাছে প্রশ্ন এত মানুষের মাঝে কিভাবে এই কয়জন মানুষ অপহরণ করে নিয়ে গেল এবং স্বাক্ষীর স্থলে অভিযোগকারীর পরিবারের লোকজন ছাড়া নিরপেক্ষ কোন স্বাক্ষী ঘটনার স্বাক্ষী হয়নি, বিষয়টি প্রশ্ন জাগায় সবার মনে। এদিকে সিমরান জাহান সাবার বাবা পারিবারিকভাবে জৈনক্য ব্যক্তিকে নিয়ে রংপুরে সিজানের বড় মামা স্বাধীনের সঙ্গে মিমাংসার আলোচনার বৈঠক করেন, সোনার বাংলা ক্লিনিকে এবং দীর্ঘ সময় তাদের আলোচনা প্রত্যক্ষ করেছেন রংপুর জেলার বিভিন্ন পত্রিকার পদস্থ্ সাংবাদিকেরা। এ ব্যাপারে দায়িত্বরত মামলার তদন্ত কর্মকর্তা আবু তারেক দিপু গণমাধ্যমকে বলছেন, মামলা হয়েছে তাই আসামী গ্রেফতার করেছি এবং মামলাটির তদন্তের কাজ চলছে। এ ব্যাপারে মোতালেব হোসেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ এর সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এই বিষয়ে বলেন মামলার এজাহারকারি ভলু অত্যন্ত ধুরন্তর প্রকৃতির এবং মামলাবাজ ব্যক্তি, জুয়েল নামে যে ছেলেটি গ্রেফতার হয়েছে সে অত্যন্ত মেধাবী ছেলে তার বাবা মারা গেছে তার পিতা মারা যাওয়ার পর থেকে জুয়েলের মা মানসিকভারসাম্য হারিয়ে ফেলেছে তার মা খুব অসুস্থ্য তার দেখাশোনা করার জন্য একমাত্র জুয়েল ছিল সে যদি জেল হাজতে থাকে তার মায়ের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy