স্টাফ রিপোর্টার নীলফামারী , শহরের ছোট গলিপথ, ড্রেন, ডাষ্টবিন ও ধমীর্য় প্রতিষ্ঠানসহ কবরস্থান ও শ্বশ্মানের সংস্কার কাজের মধ্য দিয়ে সৈয়দপুর শহরের উন্নয়নমুলক কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুরে শহরের ১০ নং ওয়ার্ডের পশ্চিম পাটোয়ারী পাড়ায় পৌর মেয়র রাফিকা জাহান আকাতার এই কাজের উদ্বোধন করেন।
পৌর কতৃপক্ষ জানায়, পৌরসভার ১৫টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ নিজ নিজ এলাকার গলিপথ, ড্রেনসহ জন দুভোর্গময় সমস্যা সমাধানে নিমার্ণ কাজের চাহিদা দেয়। এরই ধারাবাহিকতায় লোকাল গভর্মেন্ট কোভিড—১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) এর আওতায় প্রায় ৪ কোটি টাকা ব্যায়ে ওই সকল ওয়ার্ডে নিমার্ণ কাজ বাস্তবায়নের লক্ষ্যে টেকসই উন্নয়ন কাজ শুরু করা হয়। ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে সিডিউল মতে কাচামাল ব্যাবহারে ১০, ১১, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে ৪ টি সড়ক ২ টি আরসিসি ড্রেন ও গলি সড়কসহ সৈয়দপুর কেন্দ্রিয় শ্বশ্মান ঘাটের কাজের উদ্বোধন হয়েছে। ওই প্রজেক্টের আওতায় ১২ টি গ্রুপে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে দুইটি করে আধুনিক ডাস্টবিন, সড়ক নির্মাণ ও সংস্কার হবে। সৈয়দপুর পৌরসভার ১০,১১ ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফরোজা ইয়াসমিন জানান, আমার নিবার্চনী এলাকাবাসির দির্ঘ দিনের দাবিগুলো নতুন সড়ক, ড্রেন নিমার্ণের মধ্য দিয়ে পুর্ণ হচ্ছে। বিষয়টি আনন্দের।
মেয়র রাফিকা আক্তার বলেন, কিছু জটিলতার কারণে উন্নয়নমূলক কাজ শুর দেড়ি হয়েছে। সমস্যা আর নেই। প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কাজ শুরু হবে। পাশাপাশি শহরের প্রধান প্রধান সড়ক গুলো নির্মাণ ও মেরামত কাজ শুরুর প্রক্রিয়া চলছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy