প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৯:০০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২১, ১১:৩৬ পি.এম
সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ,আহত ২০ !
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। আজ (৩১ অক্টোবর) রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে সৈয়দপুর-দিনাজপুর মহা সড়কের নিয়ামতপুর মরিয়ম চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটেনিহতরা হলেন সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ও রংপুর শহরের পার্কপাড়া এলাকার মমতাজ আলীর ছেলে তহিদুল ইসলাম (৪০) অপরজন দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মল্লিকপাড়া এলাকার মৃত ওমর আলীর ছেলে মঞ্জুর আলী (৫৯)।
প্রতক্ষদর্শিরা জানান, ঠাকুরগাঁও থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা ফাহিম এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো জ-১৪-০১৯৪)। উল্লেখিত স্থানে আসলে অ্যাম্বুলেন্স চালক তহিদুল ইসলাম রাস্তা পাড়াপাড়ের সময় বাসটি চাপা দিলেই সে ঘটনাস্থানেই মারা যায়।
এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়কের নিচে ধানক্ষেতে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রী মঞ্জুর আলী সেও মারা যান।
সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল আলম জানান, দুর্ঘটনায় জড়িত বাসের চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে। বেশ কিছু যাত্রী আহত হয়েছেন। খোঁজ খবর নেয়া হচ্ছে তাদের। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy