প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৬:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২৩, ৭:৩০ পি.এম
সৈয়দপুরে সিনিয়র ফুটবল লীগের উদ্বোধন খেলোয়াড়দের মান নিয়ে হতাশ দর্শক
বিশেষ প্রতিনিধি
সৈয়দপুরের ঝিমিয়ে পড়া ক্রীড়া অঙ্গন চাঙ্গা হচ্ছে। নবনির্বাচিত উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যগে ব্যাটমিন্টন, ভলিবলের পর ক্রীড়ার জনপ্রিয় ইভেন্ট ফুটবল লীগের লীগের উদ্বোধন হয়েছে। শুক্রবার (৩ মার্চ) বিকাল ৪ টায় স্থানীয় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: মমতাজুল হক প্রধান অতিথি থেকে এ সিনিয়র ফুটবল লীগের উদ্বোধন করেন।
এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন মুন, ক্রীড়া সংস্থার বিভিন্ন সংগঠকসহ এ লীগ পরিচালনা কমিটির সকল সদস্য এবং অংশগ্রহনকারি দলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তবে উদ্বোধনী খেলায় অংশগ্রহনকারী ফিনিক্স একাদ্বশ বনাম একতা স্পোটিং ক্লাব নামে দুই দলই মন ভরাতে পারেনি দর্শকদের। নব্ব্ই মিনিটের খেলা গোলশুণ্য ভাবে শেষ হলেও খেলোয়াড়দের ব্যাক্তিগত নৈপুণ্য চোখে পরেনি।
গতি, শক্তি, রিসিভ, ডেলিভারি কোনটাই সঠিক ছিলনা দুই দলের। দির্ঘ বিরতীর পর ফুটবল খেলা দেখতে হাজার-হাজার দর্শকের করতালি আর চিৎকারে দল দু’টিকে উৎসাহ যোগালেও কোন কাজে আসেনি সমর্থন।
পুরো ম্যাচটাই ছিল ম্যারম্যারে। ছিলনা পরিকল্পিত আক্রমন। কোন ভাবে লাথি মেরে প্রতিপক্ষের এলাকায় বলটিকে পাঠাতে পারলেই যেন বেচে যায় খেলোয়াড়রা। মমতাজ আলী নামে এক দর্শক জানায়, মনে হচ্ছে মাঠে এখনই পড়ি। এমন ফুটবল খেলা উঠতি তরুনদের কাছে প্রত্যাশা করি না। সঠিক ভাবে পাস, রিসিভ কিংবা আদান-প্রদান করতে পারছেনা। এটা দু:খ জনক। তবে এ জনপদের মাঠে দীর্ঘ দিন পর লীগ হচ্ছে। এটাই আনন্দের। আর এভাবেই নব্বই মিনিটের খেলায় উভয় দল গ্রæপ পর্বে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। পরের দিন হতে প্রতিদিন দু’টি করে খেলা অনুষ্ঠিত হবে। ৪ গ্রæপের সর্বচ্চ পয়েন্টধারী ৪ দলকে নিয়ে সরাসরি অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। এ লীগ পরিচালনা উপ-কমিটির আহবায়ক আব্দুস সবুর আলম জানায়, দীর্ঘদিন এ জনপদে কোন ফুটবল লীগ আয়োজন হয়নি। এতে জনপ্রিয় এ খেলা থেকে প্রায় বিছিন্ন হয়ে পরেছিল উঠতি তরুনরা। তাই ফুটবলের সোনালী অতীত ফেরাতে এ লীগের আয়োজন করা হয়েছে। আর এরই ধারাবাহিকতায় শুক্রবার হতে ১৬ দলের অংশগ্রহনে ৪ টি গ্রæপে বিভক্ত করে এ লীগ খেলার উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy