সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ড্রিম প্লাস কনভেনশন হলে ২০ ফেব্রুয়ারি রাত ৮:৩০ মিনিটে একটি সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় এখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু ও অন্যতম আওয়ামীলীগ নেতা অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন। আরোও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা এবং বিসৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাধারণ সভাভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দগন।
এ সময় নেত্রবৃন্দরা বক্তব্যে বলেন দলের মধ্যে একটি অংশ স্বৈরচারিতা, একনায়কতন্ত্র কায়েম করে সব সময় দলের মধ্যে বিভাজন সৃষ্টি করে আসতেছে। তারা আরোও বলেন বঙ্গবন্ধুর ঐতিহ্যবাহী আওয়ামী লীগ দলের মধ্যে কখনোই সেটা সুফল বয়ে নিয়ে আসবে না।
বক্তব্যে বলেন তারা সব সময় নিজস্ব একঘেয়েমিতা নিজের খেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করে চলেছেন যেটা আমাদের পক্ষে এভাবে মেনে নেওয়া কষ্টকর হয়ে গেছে যার ফলে আমাদেরকে তাদের ব্যতিরেকে রাজনৈতিক কার্যক্রম নিজস্ব গতিতে এগিয়ে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। না হলে সৈয়দপুরে আওয়ামী লীগের দল বিপর্যস্ত পর্যায়ে পৌঁছে যাবে। যাহা আমাদের শহীদ পরিবারের ও স্বাধীনতার পক্ষের শক্তিকে খর্ব করে রাজাকারের দালালি করা ছাড়া ভবিষ্যতে আর কিছুই বাকি থাকবে না। তাছাড়া দলের তৃণমূল নেতাকর্মীদের সব সময় তারা কোণঠাসা করে রাখতে চান। তারা বলেন এখন থেকেই আমাদেরকে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে সেই সব দলের মানুষজনদের যারা নিজের স্বার্থের জন্য দলকে ব্যবহার করে নিজেরদের পুঁজি সংরক্ষিত করছেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..