হীরা শর্মা: স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ৭ বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার স্মরণে নীলফামারীর সৈয়দপুরে বীরশ্রেষ্ঠ চত্বর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ৪টায় শহীদ ক্যাপ্টেন শামসুল হুদা মৃধা সড়কে এ চত্বর উদ্বোধন করা হয়।
সৈয়দপুর পৌর পরিষদ উল্লেখিত সড়কে অবস্থিত চত্বরকে বীরশ্রেষ্ঠ চত্বর নামে নামকরণ করার উদ্যোগ নেন। সে আলোকে পৌর মেয়র আমজাদ হোসেন সরকার চত্বরটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-৩ শাহীন আক্তারসহ কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাংবাদিকবৃন্দ। পৌর মেয়র আমজাদ হোসেন সরকার বলেন, নিজের জীবন বাজি রেখে সম্মুখ যুদ্ধে অংশগ্রহন করে যারা স্বাধীনতা ছিনিয়ে এনেছেন, যাদের দেয়া হয়েছে বীর শ্রেষ্ঠত্বের মর্যাদা। তাঁদের ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে এই বীরশ্রেষ্ঠ চত্বর স্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, সৈয়দপুর পৌরসভার সকল রাস্তাঘাট শহীদের নামে নামকরণ করা হয়েছে। এছাড়া নতুন রাস্তা ঘাটও শহীদদের নামে নামকরণ করা হবে।