প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৫, ১২:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২১, ১:৫৯ এ.এম
সৈয়দপুর পৌরসভায় প্রথম নারী মেয়র নির্বাচিত হলেন বেবী

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরের আজ অনুষ্ঠিত হয়েছে পৌরসভার নির্বাচন। জেলার ৬টি উপজেলার মধ্যে সৈয়দপুর পৌরসভার নির্বাচনে এটাই প্রথম নারী মেয়র নির্বাচিত হয়। তিনি সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের প্রয়াত সভাপতি মরহুম আখতার হোসেন বাদলের সহধর্মীনি রাফিকা আকতার জাহান বেবী। নবনির্বাচিত এই প্রথম নারী মেয়রকে দলের নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।
এদিকে পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছোটন অধিকারী (৪৫) নামে এক সমর্থক নিহত হয়েছে। এতে আহত হয় বেশ কয়েজন। নিহত ছোটন, কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম রয়েলের ব্রীজ প্রতীকের সমর্থক ছিলেন। নিহত ব্যক্তি শহরের মুন্সিপাড়া এলাকার মৃত নিতাই অধিকারীর ছেলে বলে এলাকার লোকজন জানিয়েছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy