
সোনাগাজী ফেনী প্রতিনিধিঃ
সোনাগাজীতে উপজেলা ক্রিডা সংস্থার আয়োজনে মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ ১৭জানুয়ারী রবিবার সন্ধ্যায় অফিসার্স ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় মেয়র সোনাগাজী পৌরসভা দল কে হারিয়ে ওসি মডেল থানা দল জয় লাভ করেন।
ফেনী জেলা প্রশাসক ও জেলা ক্রিডা সংস্থার সভাপতি ওয়াহিদুজজামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাংসদ নিজাম উদ্দিন হাজারী।
তিনি বলেন দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখার স্বার্থে জাতির জনকের কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থীদের পৌরসভা নির্বাচনে নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
তিনি আরো বলেন সোনাগাজী বসীর স্বার্থে ফেনীর লালপোলে একটি ফ্লাইওভার নির্মান করা হবে, যা আমি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব কে অনুরোধ জানানোর পর ইতোমধ্যে প্রাথমিক পরিকল্পনা শুরু হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাঈনুল ইসলাম, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সোনাগাজী পৌরসভার মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন, মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ, জেলা ক্রিডা সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক হিরন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফারুক হোসেন, ছাত্রলীগ সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন প্রমূখ।
অন্যান্যদের মাঝে এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মিগণ সহ সকল ইউপি চেয়ারম্যান, ব্যাবসায়ী খেলোয়াড সহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধায়ন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা অজিত দেব।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply