পুলিশ সদস্য শাহজাহান কবির (৩৮) গাজীপুর জিয়ার শাখায় এএসআই হিসাবে কর্মরত ছিলেন।সে কুমিল্লা জেলার নূরপুর এলাকার মো. মনু মিয়ার ছেলে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ৩ দিনের রিমান্ডে শেষে আসামিকে আদালতে উঠালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, সোমবার (৭ সেপ্টেম্বর)মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মন্জুর করেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, ৫ সেপ্টেম্বর রাতে ঢাকাগামী এশিয়া এয়ারকন নামে একটি বাসে তল্লাশি করে র্যাবের একটি চৌকস দল।এসময় আসামির পাশে থাকা ১টি কালো রংয়ের ব্যাগ থেকে ৫ হাজার ৯৪০ পিছ ইয়াবা উদ্ধার করে র্যাব।এছাড়াও ১টি নোকিয়া ও ১টি আইফোন এক্স জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক তদন্তে,জব্দকৃত মালামালের সাথে , আসামি শাহজাহানের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে আটক করা হয়।এসময় সে নিজেকে পুলিশের একজন এএসআই হিসাবে পরিচয় দেন।পুলিশ সদস্য হওয়া সত্বেও অজ্ঞাতনামা সহযোগী আসামিদের সহায়তায় অনেকদিন ধরে গোপনে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের ব্যবসা করে আসছে বলেও জানিয়েছে র্যাব।
Leave a Reply