সোনারগাঁও প্রতিনিধি: সাংবাদিকদের মতবিনিময় সভায় ডেকে নিয়ে অবমূল্যায়ন করার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নবাগত ইউএনও আতিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় সোনারগাঁওয়ের সাংবাদিক মহলে চাপা ক্ষোভ বিরাজ করছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন নবাগত ইউএনও আতিকুল ইসলাম। সকাল ১০ টায় স্থানীয় সাংবাদিকরা উপজেলা পরিষদ সভাকক্ষে উপস্থিত হলেও দেড় ঘন্টা পর সাড়ে ১১ টার দিকে ইউএনও আতিকুল ইসলাম উপস্থিত হয়ে সভা কার্যক্রম শুরু করেন। এ সময় ইউএনওর পছন্দের গুটি কয়েকজন সাংবাদিককে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। এ সময় সোনারগাঁওয়ের জৈষ্ঠ্য কয়েকজন সাংবাদিক বক্তব্য দিতে চাইলে তিনি তাদের কথা বলার সুযোগ দেননি।
এতে সাংবাদিকরা মনোক্ষুন্ন হন। এদিকে সভাকক্ষ থেকে বের হয়ে সোনারগাঁও জার্নালিস্ট ফোরামের সভাপতি সাংবাদিক জাকির হোসেন ঝন্টু বলেন, আমি প্রায় তিন দশক ধরে সোনারগাঁওয়ে ন্যায় নিষ্ঠার সাথে সাংবাদিকতা করে আসছি। আজকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার আমন্ত্রণে সোনারগাঁওয়ের সর্বশেষ ইউনিয়ন সাদিপুর থেকে প্রায় ৫০০ টাকা খরচ করে মতবিনিময় সভায় দুটি কথা বলার জন্য এসেছিলাম। কিন্তু ইউএনর পছন্দের গুটি কয়েকজন সাংবাদিককে কথা বলার সুযোগ দেন।
আরেক সাংবাদিক দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি জহিরুল ইসলাম মৃধা, দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক নতুন সময় পত্রিকার প্রতিনিধি শাহাজালালসহ আরও অন্যান্য সাংবাদিকদের কোন বক্তব্য দেয়ার সুযোগ না দিয়ে আমাদের অপমান করেছেন।
এ ব্যাপারে কয়েক দফা ফোন করলেও সোনারগাঁও ইউএনও আতিকুল ইসলাম কলটি রিসিভ না করে কেটে দেন
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy