আর এইচ রাকিব: পুলিশই জনতা জনতাই পুলিশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব জন্মশতবার্ষিকীতে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সোনারগাঁও মুক্তিযোদ্ধা কম্পলেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি এম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পুলিশ জনগণের শত্রু নয়,বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়েই সবসময় কাজ করছে এবং তা চলমান থাকবে। ওপেন হাউজডের মূল লক্ষ্যই হচ্ছে কমিউনিটির সাথে সরাসরি পুলিশের সম্পর্ক রক্ষা। সামনে ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে যেন অনুুষ্ঠিত হয় তা বাস্তবায়নে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান বেশ দৃঢ়। মাদক,চাঁদাবাজ ও কিশোর অপরাধ মুক্ত সমাজ গড়ে তুলতেই আমরা বদ্ধ পরিকর। বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেলের মোঃ খোরশেদ আলম বলেন,সোস্যাল মিডিয়া ভাইবার,ইমু,ওয়াটস্আপ এখন মাদকের চেয়েও ভয়ানক নেশা।আপনার সন্তানদের খোঁজ খবর নেন, সোস্যাল মিডয়া থেকে যত সম্ভব দূরে রাখুন। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। রাষ্ট্রের নিরাপত্তায় আমরা সর্বধা সজাগ আছি। আপনাদের নিরাপত্তায়ও যে কোন সহযোগিতা পুলিশ তাৎখানিক সমাধান দিবে। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা তদন্ত কর্মকর্তা শরীফ আহমেদ, এবং অপারেশন ইন্সপেক্টর রুবেল হাওলাদার তালুকদার,সেকেন্ড অফিসার পংকজ কান্তি সরকার, এছাড়াও জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা,সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy