উপজেলার সবচেয়ে বড় কাঁচা বাজার মোগরাপাড়া, কাঁচপুর ও মেঘনা শিল্পাঞ্চলের নিত্য প্রয়োজনীয় দোকানগুলোতে গুলো ঘুরে দেখা গেছে, পিয়াজ ব্যবসায়ীরা আগের চেয়ে অনেক কম পিয়াজ দোকানে রেখে বিক্রি করছেন। এছাড়া আদার দাম হঠাৎ বেড়ে যাওয়ায় তারা দেশী আদা বিক্রি করেছেন। দোকানিরা জানান, হঠাৎ পিয়াজের দাম বেড়ে যাওয়ায় তারা চাহিদার তুলনায় অনেক কম পিয়াজ মজুদ করছেন। এছাড়া প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করার ভয়ে বেশী পিয়াজ কিনছেন না। যা দরকার তা প্রতিদিন এনে প্রতিদিন বিক্রি করে শেষ করে পরের দিন আবার কিনে আনেন। আদার ব্যাপারে তারা জানান হঠাৎ করে বিদেশী আদার দামও বেড়ে গেছে সেজন্য বিদেশী আদা তেমন দোকানে রাখছেন না। বিদেশী আদা সুন্দর হলেও এখন তারা কমদামে দেশী ও ক্যারেরার আদা বিক্রি করছেন।
পিয়াজ ও আদা কিনতে আসা ক্রেতা মুকুট জানান, হঠাৎ করে পিয়াজ ও আদার দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছি। যেখানে আগে ৫ কেজি পিয়াজ কিনতাম সেখানে এখন ২ কেজি কিনছি। পিয়াজ ও আদার দাম সহনীয় পর্যায়ে আনার জন্য সরকারের নিকট অনুরোধ করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy