সোনার বাংলা গড়ে তুলতে পুলিশের ভূমিকা আরও বেশি রাখতে হবে-ড.বেনজীর আহমেদ
নিরেন দাস,সূর্যোদয় প্রতিনিধিঃ-
Facebook Twitter share
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে গর্বিত পুলিশ বাহিনী আমাদের স্বাধীনতাযুদ্ধে যেমন গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তেমনি এখন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার ক্ষেত্রে পুলিশের ভূমিকা আরও বেশি রাখতে হবে।
Surjodoy.com
সোমবার (৩১ শে মে) দুপুরে পুলিশ হেড কোয়ার্টার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নওগাঁয় জেলা পুলিশ কো-অপারেটিভ সোসাইটির অত্যাধুনিক শপিংমল এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
The Daily surjodoy
আইজিপি বেনজীর আহমেদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে বর্তমানে পুলিশ বাহিনীর আর্থিক ও সামাজিক মর্যাদা বেড়েছে। তার চৌকস নির্দেশনায় করোনাসহ দেশের যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ বাহিনী সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছে।
The Daily surjodoy
নওগাঁ শহরের বঙ্গাবাড়িয়া মহল্লায় “কো-অপারেটিভ সোসাইটির অত্যাধুনিক শপিংমল” উদ্বোধন উপলক্ষে নওগাঁ জেলা পুলিশ সুুপার আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে, আয়োজিত অনুষ্ঠানে, ভার্চুয়ালের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক আইজিপি মো. তৈয়ব উদ্দিন আহম্মেদ।