সোমেন সরকার নিজস্ব প্রতিবেদকঃ
বিদেশ থেকে আনা অন্যজনের সোনার বার নিয়ে পালানোর অভিযোগে জহিরুল ইসলাম নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে পাঁচলাইশ থানা পুলিশ তাকে গ্রেপ্তারের পর পতেঙ্গা থানায় হস্তান্তর করেছে। গ্রেপ্তার জহিরুল ইসলাম পাঁচলাইশ থানা ছাত্রলীগের প্রচার বিষয়ক সম্পাদক।
এরআগে সেদিন দুপুর আড়াইটার দিকে ২৭ ভরি ওজনের দুটি স্বর্ণের বার ও দুটি চুড়ি নিয়ে পালিয়ে যায় ওই ছাত্রলীগ নেতা, তার বোন ও ভাগিনা। আবদুল হালিম নামে এক দুবাইপ্রবাসী তার ভগ্নিপতিকে দিয়ে এসব স্বর্ণ বাংলাদেশে পাঠিয়েছিল। চট্টগ্রাম বিমানবন্দরে মো. হোসেন নামে এক ব্যক্তিকে দেওয়ার কথা ছিলো এসব।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।
Leave a Reply