প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ৫:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২০, ১২:২৯ পি.এম
সোনালী ব্যাংক লিমিটেডের সিইও আতাউর রহমান প্রধান-এঁর সৌজন্যে লালমনিরহাট জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়
এ,এইচ,এম তারেকুজ্জামান ফাইন প্রধান, লালমনিরহাট জেলা প্রতিনিধি:-
সোনালী ব্যাংকের মাননীয় এম.ডি. মহোদয়ের আন্তরিকতায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ৮নং কাকিনা ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্ত্বরে ও হাতিবান্ধা উপজেলার গড্ডিমারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ১৫০ জন বন্যার্তদের মাঝে সোনালী ব্যাংকের পক্ষে ত্রাণ বিতারণ করা হয়েছে।
এ সময় উপস্তিত ছিলেন জি,এম, ডি.জি.এম ও এ.জি.এম মহোদয় ও ব্যাংক লিমিটেডের কর্ণধার এম,ডি এন্ড সিইও আতাউর রহমান প্রধান-এঁর দিক নির্দেশনায়, জেনারেল ম্যানেজার’স অফিস রংপুর ও প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের তত্ত্বাবধানে কালীগঞ্জ শাখা ও কাকিনা বাজার শাখার মাধ্যমে সোনালী ব্যাংক লিমিটেডের সৌজন্যে লালমনিরহাট জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান। এ সময় সোনালী ব্যাংক লিমিটেড রংপুর জেনারেল ম্যানেজার্স অফিসের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) রশিদুল ইসলাম, রংপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল বারেক চৌধুরী, কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ওবায়দুর রহমান খন্দকার, কুড়িগ্রাম শাখা প্রধান ও এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ওয়াহেদুন নবী, কালীগঞ্জ শাখার ম্যানেজার (পিও) এরশাদুল হক, কাকিনা বাজার শাখার ম্যানেজার (এসও) সুমন চন্দ্র সাহা, কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, তিস্তা নদীর তীরবর্তী বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে ১০কেজি চাল, ১কেজি মুসুর ডাল, ১লিটার সয়াবিন তেল, ১কেজি লবণ, ৩ কেজি আলু,১/২কেজি ডিটারজেন, ১টি সাবান ও ১টি গ্যাস লাইটার বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy